বাংলাদেশকে সুখবর দিল নিউজিল্যান্ড

সময়: 1:28 pm - September 30, 2020 | | পঠিত হয়েছে: 102 বার

শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। পরিস্থিতির উন্নতি ঘটলে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ সিরিজ খেলতে লঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন পরই  আরেকটি সুখবর পেল তারা । আগামী মার্চে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)। সূচি অনুযায়ী. আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুসহ পূর্ণাঙ্গ সূচিই প্রকাশ করেছে এনজেসি।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি

প্রথম ওয়ানডে – ১৩ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে – ১৭ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে – ২০ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

প্রথম টি-টোয়েন্টি – ২৩ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৬ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ড
তৃতীয় টি-টোয়েন্টি – ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে সবশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সফরে সন্ত্রাসী হামলার কারণে পুরো সিরিজ না খেলেই দেশে ফিরতে হয়েছিল টাইগারদের। সেই ঘটনার প্রায় দুই বছরের বেশি সময় পর আবার নিউজিল্যান্ড সফরে যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হলো তামিম, সাকিব, মুশফিকদের।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর