বগুড়ায় বেড়েছে যমুনা ও বাঙ্গালী নদীর পানি

সময়: 6:49 pm - September 30, 2020 | | পঠিত হয়েছে: 204 বার

গেল কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১০ সেন্টিমিটার এবং বাঙ্গালী নদীর পানি ২১ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনা ও বাঙ্গালী নদীর পানি বাড়ার ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং এসব এলাকার রোপা আউশ, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

তিনি জানান, বাঙ্গালী নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার। বর্তমানে এ নদীতেও পানি বেড়ে ১৬ দশমিক ০৭ মিটার অর্থাৎ বিপৎসীমার ২১ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার হিসেব অনুযায়ী, যমুনা নদীর পানির স্তর ছিল ১৬ দশমিক ৭৭ এবং বাঙ্গালী নদীর পানির স্তর ছিল ১৬ দশমিক ০৫ মিটার।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর