পবিত্র ওমরাহ শুরু

সময়: 1:24 pm - October 4, 2020 | | পঠিত হয়েছে: 95 বার

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে রোববার থেকে ওমরাহ পালনের জন্য খুলে দেয়া হলো পবিত্র মক্কা মদিনা। সীমিত পরিসরে ওমরাহ পালনের আবেদন করার জন্য অ্যাপ চালু করেছে সৌদি সরকার। তাতে আবেদন করে দিনে লাখ হাজার ৪১ জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন।

গত শুক্রবার সৌদির হজ ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় তথ্য জানায়। তারা বলছে, অনুমতি পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ হাজার ৮৭৩ জন সৌদি নাগরিক। বাকি ৬৫ হাজার ১২৮ জন দেশটিতে অবস্থান করা বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দা।

সম্প্রতি ছোট পরিসরে ওমরাহ শুরুর সিদ্ধান্তের কথা জানায় সৌদি সরকার। এরপর গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় মোবাইল অ্যাপ্লিকেশনআইটামারনা মাধ্যমে তা পালনের নিবন্ধন কার্যক্রম। এটি শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে প্রথম ১০ দিনের ওমরাহ পালনের নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যায়।

প্রথম ঘণ্টায় সেজন্য ১৬ হাজার আবেদন জমা পড়ে। সপ্তাহের শেষে যা লাখ হাজার ৬৮৬ জনে পৌঁছে। এর মধ্যে অনুমতি দেয়া হয় লাখ হাজার ৪১ জনকে। ওমরাহ পালনের জন্য আবেদনকারীদের মধ্যে ৩৫ শতাংশেরই বয়স ৬০ বছরের বেশি।

এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী মানুষ রয়েছেন ২৬ শতাংশ, ২০ থেকে ৩০ বছর বয়সী ১৭ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৪ শতাংশ। সবচেয়ে কম আবেদন করেছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, শতাংশ।

পূর্বঘোষিত সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী এদিন থেকে ওমরাহ শুরু হবে। প্রথম ধাপে সৌদিতে অবস্থানকারী স্থানীয় প্রবাসীরা নির্ধারিত নিয়ম এবং শর্ত পালন সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্রথম ধাপে প্রতিদিন তা পালনের সুযোগ পাবেন হাজার মানুষ।

২৪ ঘণ্টায় ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ওমরাহ জিয়ারত সম্পন্ন করতে হবে। প্রতি গ্রুপে ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। ওমরাহ চলাকালে মক্কার মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরিফের পুরো আঙিনায় প্রতিদিন ১০বার জীবাণুনাশক কার্যক্রম চালাবে তারা।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর