রাজশাহীতে ধর্ষকের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর-মানববন্ধন

সময়: 6:54 pm - October 7, 2020 | | পঠিত হয়েছে: 407 বার

নোয়াখালী, রাজশাহী, সিলেটসহ দেশব্যাপী সংঘটিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে রাজশাহীতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী শহরের সাহেববাজার জিরোপয়েন্টে বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপি সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন থেকে তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ ছয়দফা দাবি জানান। এ সব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। প্রতিবাদী এই মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ, রক্তবন্ধন, ইয়্যাস, সূর্যকিরণ বাংলাদেশ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা জানিয়ে অংশ নেয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের শিক্ষার্থী মিনহাজ তৌহিদ, রাহি শেখ, এম ওবাইদুল্লাহ, আবদুর রহিম, ছাত্রনেতা তামিম সিরাজী প্রমুখ। গণস্বাক্ষর কর্মসূচি আগামী রোববার পর্যন্ত চলমান থাকবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর