বলিভিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

সময়: 5:54 pm - October 10, 2020 | | পঠিত হয়েছে: 111 বার

রবার্তো ফিরমিনোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ফিলিপ কুতিনহো ও মারকুইনহোসও স্কোরশিটে নাম লিখিয়েছেন। তবে সম্পূর্ণ একপেশে ম্যাচটিতে জালের দেখা পাননি সুপারস্টার নেইমার। কিন্তু দুই গোলে এসিস্ট করেছেন তিনি।

শুক্রবার সাও পাওলোর কোরিন্থিয়ান্স এরিনাতে বড় এ জয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। করোনাভাইরাসের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে বলিভিয়া কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। পুরো ম্যাচেই ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল। পিঠের ইনজুরির কারণে নেইমারের খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি দলে থকেন।

প্রথম মিনিটেই বক্সের ভেতর ৬ গজ দূর থেকে এভাটরনের ভলি অল্পের জন্য বাইরে চলে যায়। একই পজিশন থেকে ৩ মিনিট পর তার ক্রসে মারকুইনহোসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। বলিভিয়া কোনওভাবেই বলের পজিশন নিতে পারছিল না। ফলে নিজেদের অর্ধেই প্রায় পুরোটা সময় খেলতে হয়েছে তাদের।

কুতিনহো ও এভারটন এ সুযোগে বারবার আক্রমণ চালিয়ে গেছেন। ১৬ মিনিটে অবশ্য আর ভুল করেননি মারকুইনহোস। শর্ট কর্ণারে আগের ভুলটি যেখানে হয়েছিল, সেই একই পজিশন থেকে ডানিলোর ক্রসে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। পরে কুতিনহোর জোড়ালো শট বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পে ডাইভ দিয়ে এক হাতে রক্ষা করেন।

ওই সময় প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে বেরই হচ্ছিল না ব্রাজিল। তাদের রুখতে বলিভিয়া ১০ জন খেলোয়াড়কে পেছনে নামিয়ে আনতে বাধ্য হয়। ৩০ মিনিটে রেনান লোডির ক্রস থেকে ফিরমিনো ব্যবধান দ্বিগুণ করেন। ক্যাসেমিরোর ফ্রি-কিক আবারো অসাধারণ দক্ষতায় একহাতে রক্ষা করেন লাম্পে। এরপর খুব কাছে থেকে নেইমারকে হতাশ করেন তিনি।

প্রথামার্ধ শেষে বলিভিয়া ২০ শতাংশেরও কম পজিশন আদায় করতে পারে। প্রথমার্ধে দলটির হয়ে ব্রাজিলের পোস্টে একমাত্র শটটি করেন ফার্নান্দো সালিদাস। ৪০ গজ দূর থেকে সালিদাসের ফ্রি-কিকটি অল্পের জন্য বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মধ্যে নেইমারের দারুণ পাস থেকে ফিরমিনো ৬ গজ দূর থেকে বল জালে জড়ান। ৬৬ মিনিটে কুতিনহোর ক্রস হোসে কারাসকোর বুকে লেগে জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জায় পড়ে বলিভিয়া। ৭৩ মিনিটে নেইমারের ক্রস থেকে কুতিনহো স্কোরশিটে নাম লেখান।

অফসাইডের কারণে গোল বাতিল না হলে এবং ইনজুরি টাইমে লাম্পে আরেকটি দুর্দান্ত সেভ না করলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রোনাল্ডোর সঙ্গে নাম লেখাতে পারতেন নেইমার।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর