করোনা মোকাবেলা বাংলাদেশে বিরল ঘটনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  

সময়: 8:44 pm - October 11, 2020 | | পঠিত হয়েছে: 103 বার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সার্বভৌমত্ব বিনষ্টকারীদের থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে প্রশাসনের দক্ষতা বেড়েছে। ফলশ্রুতিতে সব দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হচ্ছে।

রোববার বিকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার মতো বড় ধাক্কা সফলতার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে এটি বিরল ঘটনা। শীতকালে এদেশে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আমাদের এখনই সেই ব্যাপারে সচেতন হতে হবে।

সভায় জেলা ও মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু পাচার রোধ, জঘন্য অপরাধগুলো নিয়ন্ত্রণ, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ, মাদকনিয়ন্ত্রণ, ধর্ষণ প্রতিরোধ, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় নারী-শিশু পাচার রোধে সীমান্তবর্তী উপজেলাগুলোতে জনসচেতনতামূলক সভা আয়োজন এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও বিজিবিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন, পুলিশের কর্মকর্তা, র‌্যাব ও বিজিবি কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তর এবং সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর