বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
বগুড়ার শেরপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রজিব শেখ (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার শিশুটির মা শেরপুর থানায় মামলা করেন। পরে রাতভর অভিযান চালিয়ে উপজেলার জয়লা বটতলা থেকে রজিবকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গেল ১০ অক্টোবর শেরপুরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু ধর্ষণের শিকার হয়। ওই দিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল সে। এসময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে রজিব। চিৎকারের চেষ্টা করলে শিশুটির গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখায় সে। এক পর্যায়ে স্থানীয় এক নারী বিষয়টি জানতে পারলে সেখান থেকে পালিয়ে যায় রজিব। পরে ওই নারী শিশুটির মাকে ঘটনাটি জানায়।
ধর্ষণের ফলে শিশুটির রক্তপাত হচ্ছিল এবং শরীরে জ্বর আসে। স্থানীয়ভাবে তার চিকিৎসা করেন অভিভাবকরা। তবে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সবকিছু চেপে যান তারা। এরপর ঘটনা জানাজানি হলে ওই শিশুর মা মামলা করতে বাধ্য হন।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত রজিবকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী বার্তা/Durul Haque