ধর্ষণের নতুন আইনে প্রথম রায়, টাঙ্গাইলে ৫ জনের মৃত্যুদণ্ড

সময়: 4:53 pm - October 15, 2020 | | পঠিত হয়েছে: 82 বার

টাঙ্গাইলের ভুঞাপুরে মাদ্রাসাছাত্রী গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

গেল মঙ্গলবার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সংক্রান্ত অধ্যাদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর ধর্ষণ মামলায় প্রথম মৃত্যুদণ্ডাদেশ দিলেন আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সঞ্জীত এবং গোপী চন্দ্র শীল। এদের মধ্যে সঞ্জীত ও গোপী কারাগারে রয়েছেন। আর বাকিরা পলাতক।

এর আগে গেল সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়।

পরদিন তাতে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় সেটি আইনে পরিণত হয়।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর