রাজশাহী বিভাগে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের রেকর্ড
বিগত ৫ মাসের মধ্যে রাজশাহীতে ১ দিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল শুক্রবার বিভাগে ১৩ জন প্রাণঘাতী ভাইরাস রোগী শনাক্ত হয়।
গেল মে মাসের পর ১ দিনে এখানে এটিই কম কোভিড–১৯ রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গেল ৯ অক্টোবর ১৪ জন শনাক্ত হন।
শুক্রবার বিভাগের বগুড়ায় ৫ জন, নাটোরে ৪, পাবনায় ২ এবং রাজশাহী ও জয়পুরহাটে ১ জন করে শনাক্ত হন।
শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এসব তথ্য দেন।
তিনি বলেন, ওই দিন বিভাগে ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ১১ জন, সিরাজগঞ্জে ৫, রাজশাহীতে ৪ এবং চাঁপাইনবাবগঞ্জে ৬ জন করোনামুক্ত হয়েছেন।
দিনটিতে বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত এখানে করোনায় ৩১১ জন মারা গেছেন। আর শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫০৬ জন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১২ জন। বিভাগজুড়ে এখন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৬৬ জন।
রাজশাহী বার্তা/Durul Haque