চাটমোহরে গলায় ফাঁস দিয়ে একই দিনে ২ গৃহবধূর আত্মহত্যা

সময়: 7:46 pm - October 17, 2020 | | পঠিত হয়েছে: 90 বার

পাবনার চাটমোহরে পারিবারিক কলহে একই দিনে পৃথক দুই গ্রামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারগাড়া কৃষ্টপুর গ্রামে এ দুই ঘটনা ঘটে।

মৃত দুই গৃহবধূ হলেন উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে আতাইকুলা উপজেলার রঘুনাথপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী পারুল খাতুন (২৫) এবং ফৈলজানা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মামুন হোসেনের স্ত্রী মারিয়া খাতুন। দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কিছুদিন ধরে কুমারগাড়া গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন পারুল। ওই দিন রাতে বাড়ির সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

অন্যদিকে কৃষ্টপুর গ্রামে মারিয়াও ওই দিন গভীর রাতে একই কায়দায় শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক অশান্তির কারণেই আত্মাহুতি বলে ধারণা করছেন স্থানীয়রা।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মারিয়ার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। আর পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পারুলের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর