রাজশাহীতে বেশি দামে আলু বেচায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় রাজশাহীর দুর্গাপুরে উপজেলায় ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার সিংগা বাজারে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ব্যবসায়ী আবু হেনা, হেলাল ও আশরাফুলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে বাজারের ব্যবসায়ীদের সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বলা হয়েছে।
আলু ব্যবসায়ীদের জরিমানার পর খুচরা ও পাইকারি বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সবজিটি বিক্রি করবেন না বলে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আলু ব্যবসায়ী সায়েদুজ্জামান বলেন, পাইকারি বাজারে প্রতিকেজি আলুর মূল্য ৪০-৪৫ টাকা। যে কারণে আমাদের ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করলে আমাদের ব্যাপক লোকসান গুণতে হবে।
রাজশাহী বার্তা/Durul Haque