রাজশাহীর নগরীর রাধার ভিটা কবরস্থানে কলস নিয়ে চাঞ্চল্য

সময়: 5:27 pm - November 18, 2020 | | পঠিত হয়েছে: 300 বার

রাজশাহী মহানগরীর কাঁঠালবাড়িয়া এলাকায় ‘রাধার ভিটা’ নামের একটি কবরস্থানে দুটি কলস পাওয়া গেছে। এর মধ্যে একটি কলস বড়, অন্যটি ছোট।

কলস দুটি পাওয়ার পর ভেতরে গুপ্তধন আছে ভেবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ভেতরে মাটি ছাড়া কিছুই পাওয়া যায়নি।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আজ বুধবার পবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংষ্কার কাজ করছিলেন। তখন মাটির নিচে কলস দুটি পাওয়া যায়। এ সময় চেয়ারম্যান পুলিশে খবর দেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার প্রায় ৫০০ থেকে ৭০০ নারী-পুরুষ কলস দুটি দেখতে ভিড় জমান। সবার উপস্থিতিতেই ভেতর থেকে মাটি বের করা হয়। কিন্তু ভেতরে কোন গুপ্তধন পাওয়া যায়নি। শুধু মাটিই পাওয়া গেছে। কলস দুটিও পোড়া মাটির তৈরি ছিল।

ওসি জানান, মাটি বের করার সময় বড় কলসটি ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে কলস দুটি অনেক অনেক দিন আগের পুরনো। মাটির নিচে চাপা পড়ে ছিল।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর