শীতে ত্বকের যত্নে কলার ফেসপ্যাক
শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। এ সময় লোশন বা গ্লিসারিন ব্যবহারে ত্বক ভালো থাকে। কাজের প্রয়োজনে রোজ যাদের বাইরে যেতে হয়, তাদের জন্য সপ্তাহে বা মাসে দুদিন ফেসপ্যাক ব্যবহার করা ভালো।
এখন প্রশ্ন হলো– কী ফেসপ্যাক ব্যবহার করবেন। ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক। এ ক্ষেত্রে কলার ফেসপ্যাকও ব্যবহার করতে পারে। কলার ফেসপ্যাকে ত্বক কোমল ও উজ্জ্বল হয়।
আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন কলার ফেসপ্যাক।
কলার ফেসপ্যাক
একটি পাকা কলা চটকে নিয়ে ১ চা চামচ নারিকেল তেলের সঙ্গে মেশান। মুখে মাখুন, শুকিয়ে যেতে দিন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে যাবে।
কলার ম্যাসাজ ক্রিম
কলার ম্যাসাজ ক্রিম তৈরির জন্য হাফ কলা, এক চামচ মধু, ২ চামচ লেবুর রস, সামান্য হলুদ গুঁড়ো এবং আধা চামচ দই নিন। এসব উপকরণ একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করুন।
রাজশাহী বার্তা/admin