২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে হবে না

সময়: 5:48 pm - November 25, 2020 | | পঠিত হয়েছে: 152 বার

করোনা ভাইরাস মহামারির কারণে ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা তিন মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করেছি। সেই আলোকে তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তবা এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২/১ মাস পিছিয়ে যাবে।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের ছয় দিন ক্লাসে আনা হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা দু’একদিন স্কুলে এসে ক্লাস করবে পাশাপাশি তাদের অনলাইন ক্লাসও চলবে।

করোনা ভাইরাসের কারণে চলতি বছরের জেএসসি-জেডিসি এবং এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। আর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর