রাজশাহীর ওপেনার নাজমুল হোসেন শান্ত’র দুই সেঞ্চুরি আর হ্যাটট্রিকের রেকর্ডময় ম্যাচ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৭তম ম্যাচটি রেকর্ডময় হয়ে রইল। এই ম্যাচেই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার সেঞ্চুরিতে ৭ উইকেটে ২২০ রানের রেকর্ড রান সংগ্রহ করে রাজশাহী।
ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে কোনো দল এত বড় স্কোর গড়তে পারেনি। এর আগে এই রাজশাহীর বিপক্ষেই দলীয় সর্বোচ্চ ১৭৬/৫ রান করেছিল চট্টগ্রাম। শুধু তাই নয়, রাজশাহীর রেকর্ডের দিনে মাইলফলক স্পর্শ করলেন বরিশালের পেস বোলার কামরুল ইসলাম রাব্বি। ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট শিকার করেন তিনি। টি-টোয়েন্টি কাপে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন জাতীয় দলের এই তারকা পেসার।
তবে রাজশাহীর দুর্ভাগ্য, ২২০ রানের রেকর্ড রান করেও জয় তুল নিতে পারেনি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
বরিশালের হয়ে খেলা তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন মাত্র ৪২ বলে ৯ চার ও ৭টি ছক্কায় ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় উপহার দেন। টি-টোয়েন্টি কাপে ২২১ রানের রেকর্ড রান তাড়া করে জয়ের ইতিহাস গড়ল বরিশাল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া।
রাজশাহী বার্তা/admin