বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

সময়: 4:47 pm - December 10, 2020 | | পঠিত হয়েছে: 94 বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জিরোপয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার সফিকুল ইসলাম রাজা, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুল রহমান খান সহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শেষ হলেও এখানো রাজাকাররা স্বাধীন দেশে সক্রিয় রয়েছে। এদের প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতা করে এসেছে। রাজকার আলবদররাই ভাস্কর্য ভাংচুর করেছে। এদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান মুক্তিযোদ্ধারা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর