বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

সময়: 7:49 pm - December 12, 2020 | | পঠিত হয়েছে: 182 বার

বগুড়ায় ইশতিয়াক মাহমুদ অভি (২৪) নামে এক ভুয়া অতরিক্তি জেলা প্রশাসক ধরা পড়েছেন। শনিবার দুপুরে শহররে বাদুড়তলা তিব্বতের মোড় এলাকায় প্রতারণার সময় সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সদর থানার এসআই সোহলে রানা জানান, প্রতারক ও ভবঘুরে ইশতয়িাক মাহমুদ অভি বগুড়ার দুপচাঁচয়িা উপজলোর পাঁচথতিা গ্রামরে হাফজিার রহমানরে ছলে। তনিি শহররে সুলতানগঞ্জপাড়া এলাকায় বসবাস করনে। শনবিার বলো ১২টার দকিে অভি শহররে বাদুড়তলায় তব্বিতরে মোড় সোনা ময়িা লনেে জনগণরে সাথে প্রতারণার চষ্টো করছলিনে। এ সময় গোপনে খবর পয়ে পুলশি সখোনে গলেে তনি নজিকেে অতরিক্তি জলো প্রশাসক পরচিয় দনে এবং তাদরে সাথে র্দুব্যবহার করনে। নজিরে কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত পরচিয়পত্র দখোন। পুলশিরে সন্দহে হলে তাকে আটক করে জজ্ঞিাসাবাদ শুরু কর।

এক র্পযায়ে অভি নজিকেে প্রতারক স্বীকার করলে তাকে আটক করে থানায় আনা হয়। তার বরিুদ্ধে দণ্ডবধিরি ১৭০/৪২০ ধারায় মামলা হয়ছে। বকিালে তাকে আদালতরে মাধ্যমে জলেহাজতে পাঠানো হয়ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর