পুঠিয়ায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেসরকারি স্কয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে মামুনি খাতুন (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মামুনি খাতুন নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।
নিহতের বাবা মোতালেব হোসেন বলেন, আমার মেয়েকে চারঘাট উপজেলার গোচর এলাকায় বিয়ে দিয়েছি। কিছু দিন আগে সন্তান প্রসব হওয়াতে আমাদের বাড়ি এসেছে। সোমবার বিকালে মেয়ের প্রসবব্যথা শুরু হলে আমরা পুঠিয়া স্কয়ার হাসপাতালে ভর্তি করি।
সেখানে চিকিৎসকরা বলেন, পেটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো নয়, তাই জরুরি সিজার করাতে হবে। আমরা রাজি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েকে অপারেশন থিয়েটারে নেন তারা। দীর্ঘ সময় পর একজন চিকিৎসক বাহিরে এসে বলেন, একটি কন্যাসন্তান হয়েছে। তবে মায়ের অবস্থা ভালো নয়।
আপনারা এ মুহূর্তে তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেই সময় আমার মেয়ে অচেতন না মৃত তা তৎক্ষণিক বুঝতে পারিনি। ডাক্তারের কথায় আমরা তাড়াহুড়া করে মেয়েকে একটি মাইক্রোবাসে তুলে রাজশাহী যাওয়ার পথে বুঝতে পারি মারা গেছে।
পুঠিয়া স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ডা. আরেফিন সিদ্দিক নামে একজন চিকিৎসক ওই অন্তঃসত্ত্বা রোগীর সিজার করেন। সেই সময় রোগীর অবস্থা খারাপ হলে তাকে রামেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। সেই সময় পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার পথে রোগী মারা যায়।
এ ব্যাপারে থানার ওসি রেজাউল ইসলাম বলেন, স্কয়ার হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী বার্তা/admin