নাটোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সময়: 5:55 pm - December 21, 2020 | | পঠিত হয়েছে: 187 বার

নাটোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা দ্রুত স্বল্পতম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন। শনিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্সে বক্তারা এই অঙ্গীকার করেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফারুক তার বক্তৃতায় বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিচার সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা একটা অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে আসামীদের স্বল্পতম সময়ে আদালতে সোপর্দ এবং যৌক্তিক সময়ের মধ্যে অভিযোগ পত্র দাখিল করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবো।

পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফারুকের সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এফ.এম. গোলজার রহমান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর বিশেষ পুলিশ সুপার শরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, নাটোর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম প্রমুখ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ফোকাল পার্সন তানজীম আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোরের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তারা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর