রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিবাদী বিক্ষোভ মিছিল

সময়: 7:42 pm - December 21, 2020 | | পঠিত হয়েছে: 196 বার

রাজশাহীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার বিকেলে নগরীর সাহেববাজারে এটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, জেলা নির্মূল কমিটি সভাপতি শাহজাহান আলী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ স. শাহ আলম বাদশা, নির্বাহী সদস্য ছাত্রনেতা তামিম শিরাজী, মুক্তিযোদ্ধা পাঠাগার আব্দুল লতিফ চঞ্চল, সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা, ছাত্রফন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার প্রমুখ। বক্তব্যে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন বঙ্গবন্ধু, বাঘাযতীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত।

এদের ভাস্কর্য যারা ভাঙছে তারা প্রকৃতপক্ষে দেশের শত্রু, যে বা যারা এ ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত তারা মূলত জামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হওয়ার শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর