ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় আটক ৪
নরসিংদী সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ২২ (ফেব্রুয়ারি) র্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি মো. রাসেল (২৮) নামে এক ব্যক্তি র্যাবের কাছে একটি অভিযোগ করেন। গত ২৮ ডিসেম্বর তাকে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি নরসিংদী জেলা আদালতের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে সেখান থেকে তাকে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর করাসহ শারীরিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিকটিম রাসেলকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের সত্যতা পায়। পরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।
আটক চারজন হলেন- অভিত মিয়া (২৮), মো. পাপ্পু মিয়া (২৮), মারিয়া আক্তার মন্টি (২৩) ও মো. বাদল মিয়া (৫৮)। আটক চারজন নরসিংদীর সদর থানার স্থায়ী বাসিন্দা। আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।