রাজশাহীতে ঠাণ্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীসহ উত্তরের সামগ্রিক জনজীবন। রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকার কথা আবহাওয়া অফিস থেকে বলা হলেও শনিবারই ছিল কনকনে ঠাণ্ডা। রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা দেবল কুমার মৈত্র জানান, শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
এ দিন রাজশাহীতে সর্বোচ্চ ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর ১২টায়। অন্যদিকে দিনের শেষে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়ে ৯ ডিগ্রির নিচে নেমে যায়। ফলে সন্ধ্যার সময় কনকনে ঠাণ্ডা অনুভূত হয়। উত্তরাঞ্চলের মধ্যে শনিবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরাঞ্চলের বাইরে গ্রাম-জনপদে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব।
এদিকে শুধু রাজশাহীতে নয়, গোটা উত্তরাঞ্চলজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে। চলমান শৈত্যপ্রবাহের ফলে সন্ধ্যার পরপরই রাজশাহীতে জনচলাচল কমে আসে। ফাঁকা হয়ে পড়ে বাজার ও বিপণিবিতানগুলো। সড়কেও যান চলাচল কমে যায়। সন্ধ্যার আগেই হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে।
রাজশাহী বার্তা/admin