জমি নিয়ে বিরোধে চাচার মারধরে প্রাণ গেল স্কুলছাত্রের

সময়: 7:11 pm - January 19, 2021 | | পঠিত হয়েছে: 164 বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দখলে রাখা চার শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় চাচা সাইফুল ইসলাম ও তার লোকজনের মারধরে আহত স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে নিহতের বাবা শিবগঞ্জ থানায় ভাই সাইফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।নিহত ছাত্রের নাম মাহতাব আলী (১৬)। সে উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর (মধুপুর) গ্রামের জিয়াউল হকের ছেলে এবং রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।মাহতাব আলীর চাচা দুলা ফকির জানান, ছোট ভাই সাইফুল ইসলাম চার শতক জমি দখলে রেখেছেন। গত ৮ জানুয়ারি বিকালে এ জমির কাগজপত্র দেখতে চাওয়ায় সাইফুল ইসলাম ও তার লোকজন স্কুলছাত্র ভাতিজা মাহতাবকে মারপিট করে।

গুরুতর অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে।শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হরিদাস মণ্ডল জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটে স্কুলছাত্র মাহতাব চিকিৎসাধীন থেকে মারা গেছে।

নিহতের বাবা মঙ্গলবার সকালে থানায় তার ভাই সাইফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এর আগেই সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর