নাটোরে ট্রাকচাপায় দর্জি নিহত

সময়: 7:04 pm - February 2, 2021 | | পঠিত হয়েছে: 129 বার

নাটোরে ট্রাকচাপায় এক দর্জি নিহত হয়েছেন। নিহতের নাম আমির হোসেন (৩০)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে হয়বতপুর বাজারে স্থানীয়রা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছেন। এতে রাস্তার দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। নিহত আমির হোসেন হয়বতপুর এলাকার দর্জি দোকানি ও ষোলঘর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দর্জি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর-ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ। পরে স্থানীয়রা সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি। তারা দ্রুত ঘাতক চালককে গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার দাবি করেন।পরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।  এ বিষয়ে নাটোর থানার ওসি (তদন্ত) মো. আবদুল মতিন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর