রাজশাহীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আধাঁরে পুকুর ভরাট

সময়: 2:29 pm - February 23, 2020 | | পঠিত হয়েছে: 220 বার

সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর বিভিন্ন জেলা উপজেলাতে চলছে পুকুর, খাল, বিল, ঝিল, মাইঠ্যাল ভরাট। অপর দিকে তিন ফসলি জমি খনন করে তৈরী করা হচ্ছে পুকুর। আবার কোথাও কোথাও ফসলি জমি নষ্ট করে তৈরী করা হচ্ছে ইট ভাটা। অন্যদিকে আদালতের নিষেধাজ্ঞা ভেঙে নগরে ভরাট করা হচ্ছে পুকুর। শহরে বহুতল ভবন নির্মাণ আর গ্রামে তিন ফসলি কৃষি জমি নষ্ট করে চলছে পুকুর খনন তৈরী করা হচ্ছে ইট ভাটা।

বর্তমানে রাজশাহী নগরীতে অবশিষ্ট কিছু সংখ্যক পুকুর রয়েছে তার দিকেও চোখ রয়েছে এক শ্রেণীর অসাধু রাঘব বোয়ালদের। এমনি একটি ঘটনা দেখা গেল গত শুক্রবার রাত ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন কেদুর মোড় এলাকায়। সেখানে রাতের আধাঁরে ট্রাক্টর দিয়ে পুকুর ভরাট কার্যক্রম চালাচ্ছেন জনৈক বাবলু নামের এক ব্যক্তি। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানাধিন হেতেমখাঁ এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে।

অন্যদিকে আদালতের নিষেধাজ্ঞা ভেঙে নগরে ভরাট করা হচ্ছে পুকুর। শহরে বহুতল ভবন নির্মাণ আর গ্রামে তিন ফসলি কৃষি জমি নষ্ট করে চলছে পুকুর খনন। তিনি কোন কিছুর তোয়াক্কা না করে ক্ষমতার জোরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুগুলী দেখিয়ে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।

কেদুর মোড় এলাকার স্থানীয় প্রতিবেশীরা জানান, পুকুরটি প্রায় ৬ কাঠার ওপর, আমারা ছোট থেকে দেখে আসছি পুকুরটি, হঠাৎ জানালা খুলে দেখি রাতের আধারে ভরাটের কাজ হচ্ছে। নিষেধ করার পরও তারা ক্ষমতা দেখিয়ে ভরাট কজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ৩০ভাগ ভরাট করা হয়েছে পুকুটি তাদের প্রশাসনের চোখ ফাকি দিয়ে ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে পুকুর ভরাট করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, পুকুর ভরাট হওয়ার কারনে রাস্তার ধারে ড্রেনের পানি যাবে কোথায় ? বর্ষার সময় বৃষ্টির পানিই বা নামবে কিভাবে। এর মধ্যে ওই পুকুরটি ভরাট করায় বন্দ ড্রেনের পানি উঠে আসছে রাস্তায় । এ কারনে রাস্তায় জনসাধারণের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নজরদারি জরুরি বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বোসপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এটিএসআই মনির জানান, কেদুর মোড় এলাকায় পুকুর ভরাট করা হচ্ছে এমন খবর পেয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়ে এসেছি। তারপরও ভরাট হচ্ছে খবর দিলে তিনি পূণরায় সেখানে এসে নিষেধ করেন।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ বলেন, কেদুর মোড় এলাকায় পুকুর ভরাট করা হচ্ছে এমন খবর পেয়ে ভরাট কাজ বন্ধে বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরকে ঘটনা স্থলে পাঠিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

জানতে চাইলে রাজশাহী পরিবেশ অধিদফতরের উপপরিচালক বলেন, পুকুর ভরাট নিয়ে বিভিন্ন সময়ে আমরা অভিযোগ পেয়ে থাকি। এগুলো নিয়ে স্থানীয় থানা বা সিটি কর্পোরেশন ব্যবস্থা নিতে পারেন বলে দায় এড়ান তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, পুকুর ভরাটের কোন তথ্য আমাদের কাছে নাই। তিনি বলেন, নানা কারণে পুকুর ভরাট বন্ধ করার উদ্যোগ আমরা নিতেও পারি না।

এদিকে, বালিয়া পুকুর এলাকায় জনৈক ফারুকের বাড়ির পাশের গলিতে রাতের আধাঁরে প্রায় তিন বিঘা আয়তনের একটি পুকুর ভরাট করছে বাবু নামের এক ব্যক্তি। স্থানীয়রা বলছে, এ এলাকার সব চাইতে বড় পুকুর এটি। এ পুকুরটি ওই এলাকার প্রায় ৫শতাধিক লোক ব্যবহার করে থাকে।

শনিবার দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায়, পুকুরটির প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুকুর ভরাটের বিষয়ে আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর