বগুড়ায় হোমিও ওষুধের দোকানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সময়: 7:13 pm - February 3, 2021 | | পঠিত হয়েছে: 130 বার

বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় হোমিও ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা শুরু করেছে। মঙ্গলবারের পর বুধবার পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্ট্রার্ড ওষুধ, লাইসেন্স বিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে দুটি হোমিও ওষুধের দোকানের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা শহরের গালাপট্টির মাহী হোমিও হলের এ. কে. এম রুহুল আমিনকে (৪৬) অভিযুক্ত করা হয়। অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্ট্রার্ড ওষুধ, লাইসেন্স বিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া শহরের গালাপট্টির মোড়ের দি মুল হোমিও হলে। সেখানেও অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্ট্রার্ড ওষুধ, লাইসেন্স বিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ ৭০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথকভাবে আরও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর