চাঁপাইনবাবগঞ্জে প্রথম ব্যক্তি হিসাবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে উদ্বোধন হলো করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জে আধুনিক সদর হাসপাতাল এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক এরপর টিকানেন সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, আধুনিক সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শহিদুল ইসলাম খান, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু ।এরপর সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাদের টিকা প্রদান করা হয়। উদ্বোধনী দিনে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ১১৬ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মমিনুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, ডাক্তার গোলাম রাব্বানী, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বি এম এ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি দুররুল হুদা।
রাজশাহী বার্তা/admin