রাজশাহী মেডিকেল হতে দালাল চক্রের ১৭ জন গ্রেফতার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ১৭ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ১৭ জন হলেন- হাসিবুল ইসলাম (২৩), বাদল (৩৮), সুর্য (৫৫), প্রসাদ দাস (২২), মো. জুলমত (৪৩), আবদুল জলিল ওরফে রাজা (৫৫), সাইদুর রহমান ওরফে বাবু (৪২), মো. রিয়াজ (৩৫), সঙ্গীত (৪০), সেন্টু রায় (৪২), সুমন আলী (৪১), নূর হোসেন ওরফে নাইম (২৩), বাবু (৬৫), স্বাধীন ওরফে টিপু (২২), আরিফ (৩০), রনি শেখ (২৪) এবং রোজিনা(৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় এদের বাড়ি।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে দালাল চক্রের এই সদস্যরা রোগী ও রোগীর আত্বীয়-স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অনেক সময় রোগী ও স্বজনদের সঙ্গে তারা টানাহিঁচড়ার মতো আচরন করেন। এ অবস্থায় রামেক হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হয়েছে।
রাজশাহী বার্তা/admin