রাজশাহীর গোদাগাড়ীতে টমেটো বোঝাই পিকআপে মিলল পৌনে ৪ কোটি টাকার হেরোইন

সময়: 7:09 pm - February 18, 2021 | | পঠিত হয়েছে: 320 বার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টমেটোবোঝাই পিকআপভ্যান থেকে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপজেলার ডাইংপাড়া মোড় থেকে পিকআপভ্যানটি (ঢাকা মেট্রো ন-১৫-৭৩৯৩) জব্দ করে র‌্যাব।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুরের মনিরুল ইসলামের ছেলে পিকআপভ্যান চালক সুজন আলী (২১) ও একই উপজেলার হামিদপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পিকআপের হেলপার মো. সুজন (২৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ডাইংপাড়া মোড়ে এই অভিযান চালায়। এ সময় টমেটোবোঝাই পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ৬৪ ক্যারেটে এক হাজার ২৮০ কেজি টমেটোসহ পিকআপভ্যানটি জব্দ করে র‌্যাব। মাদক কারবারে যুক্ত থাকায় আটক করা হয় চালক ও হেলপারকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও হেলপার দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। পরে এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নিত্যপদ দাস জানান, আটকদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে আদালতে তোলা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর