তানোরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিজিডি চক্রের কার্ড ও চাল বিতরণ
সারোয়ার হোসেন, রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির অসহায় দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে( ২০২০-২০২১)সালের নতুন বছরের নতুন ভিজিডি চক্রের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে নতুন বছরের এ ভিজিডি চক্রের কার্ড ও চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাদেমুন নবী চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার,
বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমূখ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠান শেষে মুন্ডুমালা হাট থেকে হাট বাকইল(জিসিএম) সড়ক ভায়া উচাডাঙ্গা নারায়নপুর রোডে ১৪,৭১,৮৪,৬৮১ টাকা ব্যয়ে নতুন রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি ওমর ফারুক চৌধুরী।
রাজশাহী বার্তা/admin