বগুড়ায় পাঁচ বছরের শিশুকে গলাকেটে হত্যা
বগুড়ার ধুনট উপজেলায় তাওহীদ সরকার (৫) নামে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তাওহীদকে শয়নকক্ষে ঘুম পাড়িয়ে রেখে মা দুলালী খাতুন বাড়ির সামনের আবাদি জমিতে কাজ করছিলেন। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিল না। সকাল ১১টায় দুলালী খাতুন ঘরে ফিরে শিশু তাওহীদকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাওহীদকে উদ্ধার করে চাচা সোলায়মান আলী ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাওহীদকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি বটি উদ্ধার করেছে।
তাওহীদের মা দুলালী খাতুন বলেন, সকালে আমি শ্বাশুড়ির সঙ্গে বাড়ির সামনের আবাদি জমিতে কাজ করছিলাম। এসময় বাড়িতে কেউ ছিল না। তখন তাওহীদ ঘরে ঘুমিয়ে ছিল। আমি ঘরে ফিরে তাওহীদকে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখি। কে এমন ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না বলেও মন্তব্য করেন তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু তাওহীদকে হত্যায় ব্যবহৃত রক্তাক্ত একটি বটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু তাওহীদকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
রাজশাহী বার্তা/admin