নাটোরে নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
নাটোরে বিদ্যুৎ সঞ্চালন লাইনে নেসকোর স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে গ্রাহকদের আন্দোলনের প্রেক্ষিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় প্রদান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, নেসকো রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, প্রকল্প পরিচালক মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি পিপি সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাংবাদিক নবীউর রহমান পিপলু, রনেন রায়, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, ওয়াকার্স পাটি নেতা মিজানুর রহমান, রইস উদ্দিন, বাসদ নেতা মাহবুবুর রহমান প্রমুখ।
সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয় প্রচারণার মাধ্যমে গ্রাহকদের অবহিত করে নেসকো তাদের স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করবে।
রাজশাহী বার্তা/admin