মুশতাকের মৃত্যুতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ
ডিজিটাল সিকিউরিটি আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের পাদদেশে আয়োজিত সমাবেশে মুখে কালো কাপড় বেঁধে তারা প্রতিবাদ জানিয়েছেন।
কর্মসূচি শেষে বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা গণমাধ্যমকে বলেন, ‘এসব হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্র দায়ী। রাষ্ট্র যাতে জবাবদিহিতা ছাড়াই এমন হত্যাকাণ্ড না চালাতে পারে সে বিষয়ে সবাইকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহফুজ্জামান কাদেরী, নদী গবেষক ও লেখক মাহমুদ সিদ্দিকী।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।
রাজশাহী বার্তা/admin