রাজশাহীতে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সময়: 11:26 pm - March 2, 2021 | | পঠিত হয়েছে: 91 বার
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
নগর ভবন গেট হতে শুরু হয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্ত্বর হয়ে ভদ্রা স্মৃতি অম্লান হয়ে তালাইমারী হয়ে কাজলা হয়ে বিশ^বিদ্যালয় মেইনগেট হয়ে বিনোদপুর বাজার হয়ে মির্জাপুর বাজার হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে ২২টি মামলা দায়ের করে ৫১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর