উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে এইচ টি ইমামের প্রথম জানাজা
স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সিরাজগঞ্জের কৃতী সন্তান এইচ টি ইমামের মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এইচ টি ইমামের মৃত্যুতে সিরাজগঞ্জবাসী গভীর শোকাহত। আমরা আমাদের এক অভিভাবককে হারালাম।
এইচ টি ইমাম স্মরণে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারণ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দলের সব নেতাকর্মীকে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হয়।
এদিকে এইচ টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগও তিনদিনের শোক ঘোষণা করেছে। উপজেলা আয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শোক কর্মসূচিতে দোয়া মাহফিল ছাড়াও স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এইচ টি ইমাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০০৯ সালে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং ২০১৪ সাল থেকে আমৃত্যু প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। এইচ টি ইমাম দুইবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন।
এছাড়াও তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজশাহী বার্তা/admin