শিবগঞ্জ হাসপাতালের সামনে যানজট: দু’পাশের দোকান সরানোর দাবি ভূক্তভোগীদের

সময়: 8:20 pm - March 6, 2021 | | পঠিত হয়েছে: 266 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ-কানসাট সড়কের রসুলপুর থেকে বেকির মোড় পযন্ত বাইপাস সড়কটির শিবগঞ্জ হাসপাতালের কাছে রাস্তার দু’পাশে কাঠের তৈরি বিভিন্ন ধরনের দোকান থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। জানা গেছে- হাসপাতালের প্রধান ফটকের কাছে সব সময় যানজট লেগে থাকায় রোগীরা দ্রæত হাসপাতালে যেতে পারেনা বলে অভিযোগ রোগীদের।

এ দোকানপাট সরানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে একজন মেডিকেল অফিসার জানান, রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের এলাকাটি শিবগঞ্জ পৌরসভার। হাসপাতালের সামন দিয়ে জেলা-উপজেলার সকল কর্মকর্তায় বিভিন্ন যানবহনে চলাচল করে থাকেন।

হাসপাতালের সামনের যানজটের অবস্থাও চোখে পরে ওই সকল কর্মকর্তাদের। কিন্তু সরকারী রাস্তার দুই পাস দখল, হাসপাতালের সামনে যানজট দেখার পরেও ব্যবস্থা গ্রহণ করছেন না কেউ। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত দূর্বল হওয়ায় ব্যবসায়ীরা সুযোগ পেয়েছে বলে দাবি এলাকাবাসীদের। রাস্তার পাশে দোকান ঘর সরানো ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজ দায়িত্ব এড়িয়ে দোকান সরানোর দায়িত্ব পৌরসভার।

এদিকে পৌরসভার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের। দোকান সরানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের। আর যানজট নিরসনের দায়িত্ব ট্রাফিক পুলিশের। হাসপাতালের বেস্টনি প্রাচীর লাগা দোকান ঘরগুলো থাকায় ওই প্রাচীরের বাহিরে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য বার্তা গুলো লিখতে পারছেনা। জরুরী ভিত্তিতে হাসপাতালে প্রাচীরের পাশ থেকে দোকান ঘর গুলো সরানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকতার কাছে দাবী জানিয়েছেন ভুক্তভোগি পথচারীরা ও সাধারণ মানুষ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর