নাটোরে বঙ্গবন্ধুর সাড়ে ৩ হাজার কপি অসমাপ্ত আত্মজীবনী বিতরণ
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ও সংগ্রামমুখর জীবনের দিনলিপি শিক্ষার্থীদের জানাতে সাড়ে তিন হাজার কপি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ মার্চ) দুপুরে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের প্রতিনিধিদের ধারণ করতে হবে। এজন্য শিক্ষার প্রাথমিক স্তর থেকেই বঙ্গবন্ধুকে জানার জন্য শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। কেননা তারাই একদিন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘যে বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, সেই বঙ্গবন্ধুকে গভীরভাবে জানার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।’
রাজশাহী বার্তা/admin