সাপাহারে ভ্রাম্যমান আদালতে জুয়াড়ির কারাদন্ড
নওগাঁর সাপাহারে জুয়া খেলার অপরাধে মিজানুর রহমান (২৮) নামে এ জুয়াড়ির ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন।
আটককৃত জুয়াড়ি উপজেলার মরাপুকুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুয়াড়ি মিজানুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় তিন তাসের খেলা খেলতে জনগনকে উদ্বুদ্ধ করছিলো। এসময় থানা পুলিশ খবর পেলে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিকের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের কার্যালয়ে গঠিত ভ্রাম্যমান আদালতে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। শনিবার বিকেলে দন্ডাদেশ প্রাপ্ত জুয়াড়ি মিজানুরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রাজশাহী বার্তা/admin