মিয়ানমার ইস্যুতে এখনো নীরব চীনা প্রতিষ্ঠানগুলো
সামরিক অভ্যুত্থানের পর থেকে গত দেড় মাসের বেশি ধরে মিয়ানমারে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এতে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষ নিহত ও অসংখ্য আহত হয়েছেন। এমতাবস্থায় দেশটিতে কর্মরত প্রায় সবগুলো বহুজাতিক কোম্পানি অভ্যুত্থানের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানিয়েছে। কিন্তু ব্যতিক্রম চীনা প্রতিষ্ঠানগুলো। তারা এখন অবধি এ ব্যাপারে নিশ্চুপ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফাইনান্সিয়াল পোস্টের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের বিরুদ্ধে নিন্দা জানাতে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করার জন্য বহুজাতিক কোম্পানিগুলোকে আহ্বান জানায় ইয়াঙ্গুন ভিত্তিক অধিকার গোষ্ঠী মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস (এমসিআরবি)। কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি চীনা প্রতিষ্ঠানগুলো।
জানা গেছে, এখন পর্যন্ত মোট ২১৬টি প্রতিষ্ঠান যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। যেখানে নেই কোনো চীনা প্রতিষ্ঠান। অবশ্য মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে সমর্থন করার কারণে ইতিমধ্যে সমালোচনার মুখোমুখি হয়েছে চীন।
সংবাদটি এমন সময়ে প্রকাশ্যে আসলো যখন ইয়াঙ্গুনে বেশ কয়েকটি চীনা কোম্পানি আন্দোলনকারীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। তাদের প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, যদি এভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে থাকে এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে চীন। বেইজিং তার স্বার্থ রক্ষার জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।
মিয়ানমারের এক ব্যবসায়ী টুইট বার্তায় বলেন, সুতরাং এটি আর কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। কারণ, নিজেদের স্বার্থ হুমকির মুখে পরায় চীন এখন কঠোর শব্দ ব্যবহার করছে।