রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহীতে নেতৃত্ব ও ক্ষমতায়নের লক্ষে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর পদ্মাপাড়ে অবকাশ হলরুমে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, উপদেষ্টা ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ ও আপোসের নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে অনুষ্ঠিত এ সমাবেশে দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, হিজড়া গুরু হিরা খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ হিজড়া সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin