বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কলেজ চত্বরে আধিপত্য বিস্তার এবং ছাত্রাবাস নিয়ন্ত্রণ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কলেজ চত্বরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
জানাগেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকেই আজিজুল হক কলেজ চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। কলেজ চত্বরে ছাত্রলীগের কর্মী আরিফের সাথে অপর এক কর্মী ইমরানের তর্ক বিতর্কের জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কয়েকদিন আগে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম খান নিহত হন। এই ঘটনায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার সহযোগীদের নামে হত্যা মামলা হয়। ঘটনার পর থেকেই আব্দুর রউফ পলাতক। আজিজুল হক কলেজ সংলগ্ন পুরান বগুড়া এলাকায় রউফের নিয়ন্ত্রণে থাকা ছাত্রাবাসগুলো দখল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। তার জের ধরেই শুক্রবার সকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বর্তমানে কলেজ চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে।
রাজশাহী বার্তা/admin