পাঁচবিবিতে অবৈধভাবে ছোট যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

সময়: 5:22 pm - March 27, 2021 | | পঠিত হয়েছে: 92 বার

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান,সমসাবাদ গ্রামে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে অবাধে প্রসাশন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন থেকে ভুমি দস্যু খোকন বালু উত্তোলন করে আসছে ।

 

এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবত পার্বতীপুর (গদাইপুর) এলাকার ভূমি দস্যু খোকন নামের এক ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে দিনে রাতে শতশত মেসি ট্রাক ব্যাবহার করে সরকারি বিধি না মেনে বালু উত্তোলন করে ব্যবস্যা করে চলছে ।

নদী থেকে বালু উত্তোলনের ফলে আশেপাশের আবাদী ফসলী জমির যেমন ক্ষতি হচ্ছে তেমনি সাধারণ জনগণের চলাচলের রাস্তা  যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ছে  । ইতিপূর্বে এই বালুর ট্রাকের ধাক্কায় সমসাবাদ গ্রামের রবিউল ইসলাম নামের একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তারপরও থেমে নেই ভূমিদস্যু বালু খোকন ।

 

বালু বিক্রি করে তিনি এখন কোটিপতি এ বিষয়ে  খোকনের সঙ্গে কথা বললে তিনি জানান আমি জমি ক্রয় করে বালু উত্তোলন করছি তবে সরকারি ভাবে কোন ইজারা নেওয়া হয় নাই ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান অতি দ্রুত গতিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর