সিরাজগঞ্জে দায়িত্বে অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ; হাসপাতাল ভাঙচুর

সময়: 1:20 pm - March 28, 2021 | | পঠিত হয়েছে: 67 বার

সিরাজগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে দায়িত্বে অবহেলার কারণে দিয়ামনি (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছেন।

শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে শিশুটি ভর্তি থাকা অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।

দিয়ামনি পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।

পুলিশ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে পেটে পাথর নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দিয়ামনিকে। হাসপাতালে ভর্তি করার পর আর কোনো ডাক্তার-নার্স রোগী দেখতে আসেনি। হাসপাতালের কর্মচারীদের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

রোগীর স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে শিশুর চাচা রাসেল ঢাকা পোস্টকে বলেন, ডাক্তার দেখানোর পর দিয়াকে হাসপাতালে ভর্তি করি। এরপর আর কোনো নার্স বা স্টাফ খবর নেয়নি, চিকিৎসাও দেয়নি। তাদের অবহেলাতেই শিশুটি মারা যায়। মারা যাওয়ার আগে তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়নি। মারা যাওয়ার পর তাকে অক্সিজেন দেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। পরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর