সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; চালক নিহত

সময়: 5:30 pm - March 28, 2021 | | পঠিত হয়েছে: 166 বার

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনে আগুন লেগে মদন চৌহান (৪৫) নামে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের এক আরোহী।

রোববার (২৮ মার্চ) ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মদন চৌহান বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছলে এর সামনে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী-বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকের ইঞ্জিনে আগুন লেগে যায়।

একপর্যায়ে মুরগির খাদ্য বোঝাই ট্রাকটির কেবিনে আগুন ধরে ভেতরে থাকা চালক মদন দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণ আনে। পরে অপর ট্রাকে থাকা এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুটি ট্রাকসহ প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর