সিরাজগঞ্জে দুই মাংস ব্যবসায়ীকে মোবাইল কোর্টের অর্থদন্ড
সিরাজগঞ্জ বড় বাজারে বকনা গরু জবাই ও মাংস বিক্রি করার অপরাধে ২ জন মাংস ব্যাবসায়ীকে মোবাইল কোর্টে অর্থদন্ডে দন্ডিত করা হয়। বৃহস্পতিবার ৩১ মার্চ সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালিত হয় । মোবাইল কোর্টে সহায়তা করেন সদর উপজেলার ভেটেনারী সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুল হক ও সদর থানা পুলিশের একটি দল। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় বাজারে বকনা গরু জবাই ও মাংস বিক্রি করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় কালিয়া কান্দাপাড়া গ্রামের হাজী মনসুর আলীর পুত্র আনোয়ার হোসেনকে এবং একই গ্রামের হাজী নরুল ইসলামের পুত্র অপুকে অর্থদন্ড প্রদান করা হয় ।
বকনা গরু জবাই করলে নতুন গরুর জন্ম কমে যাবে এবং দুধের উৎপাদনও কমে যাবে ফলে দেশে উৎপাদন ঘাটতি তৈরী হবে। তাই ধরনের কাজ না করার জন্য ব্যবসায়ীদের উপদেশ দেওয়া হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
রাজশাহী বার্তা/admin