রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১০২ করোনা রোগী শনাক্ত

সময়: 5:45 pm - March 31, 2021 | | পঠিত হয়েছে: 60 বার

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিভাগের রাজশাহীতে ৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, জয়পুরহাটে আটজন, বগুড়ায় ২৯ জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ছয়জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগের ৩২ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এদের মধ্যে ১৮ জনেরই বাড়ি পাবনা। এছাড়া রাজশাহীর সাতজন, নওগাঁর একজন, নাটোরের একজন এবং বগুড়ার পাঁচজন সুস্থ হয়েছেন।

মঙ্গলবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪০৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে ২৪ হাজার ৭৭৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৪ জন কোভিড-১৯ রোগী।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর