বগুড়ায় দুইপক্ষের ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু
বগুড়া সদরে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির সময় অসুস্থ্ হয়ে মাজেম মৃধা (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মাজেম মৃধার তিন ছেলে সমিতির মাধ্যমে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম করতো। কিছু দিন ধরে তারা মানুষের পাওনা টাকা না দিয়ে আত্মগোপন করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামের মাজেম মৃধার তিন ছেলে সমিতির নামে সুদের ব্যবসা করতো। শুক্রবার (২ এপ্রিল) সকালে প্রতিবেশীরা পাওনা টাকা চাইতে আসলে মাজেম মৃধার সাথে কথা কাটাকাটি হয়। এসময় তিনি অসুস্থ্ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাজেম মৃধার তিন ছেলের অবস্থান জানতে কাজ করছে পুলিশ।
রাজশাহী বার্তা/admin