জয়পুরহাটে নারীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণী

সময়: 2:23 am - April 4, 2021 | | পঠিত হয়েছে: 66 বার

জয়পুরহাটে আত্মবিশ্বাসে আত্মরক্ষা শ্লোগানে নারীদের ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ শীর্ষক সাত দিনব্যাপী প্রশিক্ষন শেষ হয়েছে। এ প্রশিক্ষণ পরিবেশবাদী যুব সংগঠণ গ্রিন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে ‘বলীয়ান নারী’ এর আয়োজন করে।

শনিবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে সাত দিনব্যাপী প্রশিক্ষণ  শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৮ জন নারীর মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ইশরাত ফারজানা,  গ্রিন ভয়েস এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আলমগীর কবির ,জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু,জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশের নারীরা সমাজে বিভিন্নভাবে অবহেলিত,নির্যাতনের শিকার হচ্ছেন। রাস্তাঘাটে চলার সময় বিভিন্ন ধরনের হয়রানীর শিকার হন। যেকোন বিপদে তারা যেন নিজেদের রক্ষা করতে পারেন সেইজন্য এই প্রশিক্ষণ অনেক কাজে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর