চাঁপাইনবাবগঞ্জের অবৈধ মোবাইল সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সময়: 3:30 pm - April 11, 2021 | | পঠিত হয়েছে: 375 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা অবৈধ ভারতীয় মোবাইল জব্দ করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়নের সদস্যরা। শনিবার এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। অভিযানে ২ যুবককে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি এরা চোরাচালানকারী।

 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ বাজারের সাবিনা ইয়াসমিন ও রেজাউল করিমের ছেলে “আপডেট টেলিকমের” স্বত্বাধিকারী সেলিম রেজা (৩০) এবং একই উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা কাশিবাটি এলাকার বেলি বেগম ও মৃত একরামুল হকের ছেলে “সাদ টেলিকমের” স্বত্বাধিকারী আরিফ (২৭)।

 

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, অবৈধ ভারতীয় মোবাইল সেটের রমরমা ব্যবসা রোধকল্পে উপজেলার শিবগঞ্জ বাজারে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি দল  অভিযান পরিচালনা করে।

 

এ সময় শিবগঞ্জ বাজার পৌরসভাস্থ আরএস মার্কেটের ২য় তলায় “আপডেট টেলিকম এবং “সাদ টেলিকম” নামক মোবাইলের দোকানে অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাইপথে আনা স্যামসং, অপ্পো, রেডমি, রিয়ালমিসহ বিভিন্ন মডেলের ৭৫ পিস মোবাইল সেট জব্দ করা হয়। মোবাইল সেট সমূহের বাজার মূল্য  ৬ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযানে সেলিম ও আরিফকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ব্যবসার কথা স্বীকার করেছে। থেকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর