সিরাজগঞ্জের বিপণি-বিতানে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

সময়: 6:55 pm - April 13, 2021 | | পঠিত হয়েছে: 73 বার

করোনা সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন বা বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার। এর একদিন আগে সিরাজগঞ্জের শপিংমল ও বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে চলছে কেনা-বেচা। এদিকে শহরের প্রধান সড়কে রিকশা ও পথচারীর দীর্ঘ যানজট দেখা দেয়।

সাগর আহমেদ, ফয়সাল সেখ, জয়নাল মণ্ডল ও রুহুল আমীন নামে কয়েকজন ক্রেতা পরিবার নিয়ে এসেছেন শপিং করতে। তারা জানান, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার। জানি না এটা আরও বাড়বে কিনা বা করোনা পরিস্থিতির কী হবে। তাই অনেকটা পরিবারের চাপেই সবাইকে নিয়ে শপিং করতে এসেছি।

কাজিপুর থেকে শহরে আসা ইসমাইল হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘সিরাজগঞ্জে এসেছিলাম কিছু ব্যক্তিগত কাজে। তাই ভাবলাম পরিবারের জন্য কেনাকাটাগুলো করেই যাই।’

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি ভালো নয়। এর মধ্যে রাস্তাঘাট ও বাজারে জনসমাগমে যদি আক্রান্ত কোনো ব্যক্তি থাকে, তাহলে অবশ্যই ব্যাপকহারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিন আরও বলেন, ‘সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে কেউ মারা না গেলেও আজ অবধি জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০জন রয়েছে।’

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর